আজ পবিত্র আশুরা দিবস
Today is Holy Ashura Day
![]() |
আজ পবিত্র আশুরা দিবস |
এছাড়া হিজরি ৬১ সনেরএই
দিনেই কারবালা প্রান্তরে ঐতিহাসিক কারবালার ঘটনা অর্থাৎ প্রিয় নবী হযরত মুহাম্মদ
মোস্তফা (সাঃ)- এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রাঃ) মর্মান্তিকভাবে শাহাদাত
বরণ করেন । ফলে কারবালার শোকাবহ ঘটনার কারণে দশই মহররম অর্থাৎ আশুরা দিবস ত্যাগ ও
শোকের প্রতীক হিসাবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্ব । হিজরী সনের মহররম মাসে
ইমাম হোসাইন (রাঃ) এবং তার পরিবার ও অনুসারীদের কারবালা প্রান্তরে এজিদের বাহিনীর
হাতে গ্রেফতার হন । তারা এজিদের অনুকূলে নবী দৌহিত্রের বাইয়াত বা আনুগত্যের
বিনিময় নবী (সাঃ)-এর পরিবারকে ফোরাত নদীর পানি সংগ্রহ ও মদিনায় ফিরে যাওয়ার
শর্ত দেয় । কিন্তু ইসলামের সুমহান আদর্শের পতাকা সমুন্নত রাখতে ধর্মের একজন ইমাম
হিসেবে মদ্যপ ও বেনামাজি ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে অস্বীকার জানান ইমাম
হুসাইন (রাঃ) । অবশেষে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে করতে এজিদের বাহিনীর হাতে
শহীদ হন ইমাম হুসাইন (রাঃ) । ফলে দিনটি ধর্মীয় বিধি রক্ষায় মুসলমানদের ঈমানী
পরীক্ষা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা পায় । শান্তি ও সম্প্রীতির ইসলাম ধর্মের মহান
আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে
। অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইসলাম বিশ্ব এ দিনটিকে পালন করে থাকে ।
আরও পড়ুন: বরকতময় কালো পাথর । Blessed black stone । Road to Help 787
Post a Comment
Please do not enter any spam link in the comment box.