Important political leaders of Bangladesh
বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ
এ
কে ফজলুল হক [A K Fazlul Haque]]
আবুল কাশেম ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ শে অক্টবর বরিশাল
জেলায় রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহন করেন । তিনি কাজী মুহম্মদ
ওয়াজেদ এবং সাইদুন্নেছা খাতুনের একমাত্র পুত্র । রাজনৈতিক মহল ও সাধারন মানুষে নিকট
তিনি শের-এ-বাংলা ( বাংলার বাঘ ) নামে
পরিচিত ছিলেন । তিনি রাজনৈতিক অনেক পদে অধিস্তান করেছেন তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫),
অবিভক্ত বাংলার প্রথম মূখ্যমন্ত্রি (১৯৩৭-৪৩), পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রি (১৯৫৪),
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রি (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬-৫৮) অন্যতম
।
হোসেন
শহীদ সোহরাওয়ার্দি [Huseyn Shaheed Suhrawardy]]
হোসেন শহীদ সোহরাওয়ার্দি বিখ্যাত বাঙ্গালি রাজনীতিবিদ
ও আইনজীবী ছিলেন । ১৮৯২ সালে তিনি মোদিনীপুরে জন্মগ্রহন করেন । তিনি রাজনৈতিক অনেক
পদে অধিস্তান করেছেন তার মধ্যে কলকাতার ডেপুটি মেয়র (১৯২৩), অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রি
(১৯৪৯), নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৪৯), পাকিস্তানের প্রধানমন্ত্রি
(১৯৫৬-৫৭) অন্যতম । হোসেন শহীদ সোহরাওয়ার্দি ১৯৬৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে মৃত্যুবরন
করেন ।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী [Maulana Abdul Hamid Khan Bhasahni]]
আব্দুল হামিদ খান ভাসানী একজন বিখ্যাত বাঙ্গালী রাজনীতিবিদ
। তিনি ১৮৮০ সালে জন্মগ্রহন করেন । দেশের মানুষের কাছে তিনি ‘মজলুম জননেতা’ নামে পরিচিত । তিনি পূর্বপাকিস্তান আওয়ামী মুসলিম লীগের
প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন । তিনি যুক্তফ্রন্ট গঠনের অন্যতম প্রধান নেতা ছিলেন
। ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে বক্তৃতা করেন । এ সম্মেলনে তিনি বলেন, পূর্ববাংলা পাকিস্তানের
কেন্দ্রীয় সরকার দ্বারা শোষিত হতে থাকলে পূর্ববঙ্গবাসী তাদের সালামু ওয়ালাইকুম জানাতে
বাধ্য হবে । তিনি ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন । তিনি রাজনৈতিক
জীবনের বেশির ভাগ সময় বামপন্থী মাওধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন । এ জন্য তার অনুসারিদের
অনেকে তাকে লাল মাওলানা নামেও ডাকতেন । ১৯৭৬ সালের ২৬ মে ফারাক্কা বাধ নির্মানের প্রতিবাদে
ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন । ১৯৭৬ সালে তিনি ইন্তেকাল করেন । টাঙ্গাইলেন সন্তোষে
তাকে দাফন করা হয় ।
বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান [Sheikh Mujibur Rahman]]
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯২০ সালের ১৭ ই মার্চ গোপালগঞ্জ
জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন । তিনি বাঙ্গালি জাতির জাতির মুক্তির সনদ ‘ঐতিহাসিক
৬ দফা’ (১৯৬৬) এর ঘোষক । তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রজনক এবং প্রথম রাষ্ট্রপতি
। একাত্তরের ২৫ মার্চ শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া
হয় । মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে পাকিস্তানের করাচি শহরের মিয়াওয়ালি কারাগারে বন্দী
রাখা হয় । ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তিপান । ১৯৭২
সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রত্যাবর্তন করেন । এ জন্য ১০ জানুয়ারি স্বদেশ
প্রত্যাবর্তন দিবস পালিত হয় । স্বদেশ প্রত্যাবর্তন কালে বঙ্গবন্ধু বৃটেন ও ভারত সফর
করেন । ১৯৭২ সালের ১৮ অক্টোবর “ জুলিও কুরি’
শান্তি ” পদকে ভূষিত হন । ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট ভোরে সামরিক বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল
সদস্যের হাতে স্বপরিবারে নিহত হন । জন্মস্থান টুঙ্গিপাড়ায় তাকে সমাহিত করা হয় । ২০০৪
সালে বিবিসির জরিপে সর্বকালের সেরা বাঙ্গালী
নির্বাচিত হন ।
শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমান [Ziaur Rahman]]
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি
গ্রামে জন্মগ্রহন করেন । জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭ মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র
হতে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করেন । তিনি মুক্তিযুদ্ধের
সময় ব্রিগেড ফোর্স-জেড এর প্রধান ছিলেন । মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে “বীর উত্তম” পদে ভূষিত করা হয় । তিনি বাংলাদেশী
জাতীয়তাবাদ ধারনার প্রবর্তক এবং সার্কের স্বপ্নদ্রষ্টা । ১৯৭৮ সালে ‘বাংলাদেশ জাতীয়বাদী
দল’ বি এ পির গঠন করেন । ১৯৮১ সালের ৩০ মে চট্রগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কতিপয়
সদস্যের হাতে নিহত হন । ঢাকার শেরে বাংলা নগরে তাকে সমাহিত করা হয় ।
Post a Comment
Please do not enter any spam link in the comment box.